কারখানা খোলার দাবিতে টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ
বি এ রায়হান, গাজীপুরঃ টঙ্গীতে পলমল গ্রুপের মর্ডান নিডেল ক্রাফট লি: নামক একটি বন্ধ কারখানা খোলার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। জানা যায়, গত ২৬ অক্টোবর শ্রমিক অসন্তোষের কারনে মালিকপক্ষ পরদিন বাংলাদেশ শ্রম আইন ১৩(১) ধারা মোতাবেক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ফ্যাক্টরির গেটে লাগিয়ে দেন। একইদিন শ্রমিকরা কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের টঙ্গীস্থ কার্যালয়ের ডিআইজি বরাবর অভিযোগ দেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর সাধারন সম্পাদক ডলি আক্তার ও স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শাকিল আহমেদের নেতৃত্বে শ্রমিকরা তাদের দাবি আদায়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। কারখানায় প্রায় ২শ’ শ্রমিক। মালিকপক্ষ মাত্র ৯৪ জনের মতো শ্রমিককে রিজাইন বেনিফিট দেন। কিন্তু পাঁচ বছরের নিচে যারা রয়েছে তাদের কোন বেনিফিট দেবে না। তাই আমাদের কর্ম সংস্থানের লক্ষে কারখানাটি খুলে দেওয়ার দাবিতে আমরা কারখানা গেটে সমবেত হয়েছি। এসময় শ্রমিকরা বিভিন্ন শ্লোগান দিচ্ছিলো। এ বিষয়ে কারখানা মালিক নাফিস সিকদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।